৭ দফার একটিও মানা হবে না : মেনন

সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সামনে নির্বাচন, এই নির্বাচন শুধু নির্বাচন নয়, এই নির্বাচনের মধ্য দিয়ে সিদ্ধান্ত নিতে হবে, আমরা উন্নয়নে থাকব নাকি দেশকে বিএনপি-জামায়াত জোটের চক্রান্ত ও দুঃশাসনের দিকে ঠেলে দেব। ড. কামাল হোসেন বলেছেন ক্ষমতার মালিক জনগণ, আমরাও জানি ক্ষমতার মালিক জনগণ। তবে ডাকাতের হাতে চাবি দিয়ে সেই ক্ষমতা রাখা যায় না। ড. কামালরা ডাকাতের হাতে ক্ষমতা দিতে চান।
রোববার দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলার শঙ্ক সিনেমা হল মিলনায়তনে খুলনা জেলা ওয়ার্কার্স পার্টির কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেনন বলেন, ড. কামাল হোসেন নিজেকে বঙ্গবন্ধুর সৈনিক ও সংবিধান প্রণেতা বলে পরিচয় দেন। আমাদের দুর্ভাগ্য সেই নেতা বিএনপিকে সঙ্গে নিয়ে আদালতে নিবন্ধন বাতিল জামায়াতকে প্রতিষ্ঠিত করতে চান। আমরা পরিষ্কারভাবে বলেছি, তাদের ৭ দফার একটিও মানা হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। কোনো হুমকিতে কাজ হবে না।
খুলনা জেলা ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি শেখ সহিদুর রহমানের সভাপতিত্বে কর্মী সভায় আরও বক্তব্য দেন পার্টির পলিটব্যুরোর সদস্য প্রফেসর ড. সুশান্ত দাস, কেন্দ্রীয় সদস্য দীপংকর সাহা দিপু। স্বাগত বক্তব্য দেন দলের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিনা মিজানুর রহমান ও সভা পরিচালনা করেন জেলা সদস্য শেখ সেলিম আখতার স্বপন।
আলমগীর হান্নান/এএম/আরআইপি