ময়লার স্তূপে ৩০ হাজার ইয়াবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০২:৩১ পিএম, ৩০ অক্টোবর ২০১৮

কক্সবাজারের টেকনাফে সুপারি বাগানের ময়লার স্তূপ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার ভোররাতে সাবরাং ইউপির মগপাড়া প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

টেকনাফ বিজিবি’র কমান্ডার লে. কর্নেল আছাদুদ জামান চৌধুরী জানান, সাবরাং ইউপিস্থ মগপাড়া প্রজেক্ট এলাকার নিকটবর্তী সুপারি বাগানে ইয়াবা মজুত রয়েছে- এমন খবরে বিজিবির টহল দল অভিযান চালায়। এ সময় বাগান ও আশপাশের বিভিন্ন স্থানে তল্লাশির একপর্যায়ে ময়লার স্তূপের নিচে ইয়াবা ভর্তি একটি পলিথিনের ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি নিয়ে এসে খুলে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।