শ্বশুরবাড়িতে বসে ইয়াবা বিক্রি করতেন তিনি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৯:০০ এএম, ০৩ নভেম্বর ২০১৮

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ১০২ পিস ইয়াবাসহ আলমগীর হোসেন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে তার শ্বশুরবাড়ি থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়।

আটক আলমগীর যশোর সদর উপজেলার পাকদিয়া গ্রামের আইনাল হকের ছেলে।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সৈয়দ আল মামুন বলেন, আলমগীর দীর্ঘদিন যাবত শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রাড়ীপুকুর এলাকায় তার শ্বশুর কিতাব আলীর বাড়িতেই ইয়াবা বেচাকেনা করে আসছিলেন। শুক্রবার গোপন খবরের ভিত্তিতে পুলিশ আলমগীরের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১০২ পিস ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে তিনি জানান।

জামাল হোসেন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।