কালীগঞ্জে অবৈধ বিলবোর্ড অপসারণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ১১ নভেম্বর ২০১৮

আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৫ আসনে কালীগঞ্জ এলাকায় প্রার্থীদের গুণকীর্তন সম্বলিত অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ কাজ শুরু করা হয়েছে। রোববার সকাল থেকে এ অপসারণ কাজ শুরু হয়।

সরেজমিনে দেখা গেছে, সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমানের নেতৃত্বে সকালে কালীগঞ্জ পৌর এলাকার শহীদ ময়েজউদ্দিন সড়কের অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেন, উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নূর ও সাংবাদিক আব্দুর রহমান আরমান প্রমুখ।

জানা গেছে, উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদের ঊর্ধ্বতনদের গুণকীর্তন সম্বলিত অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার বানিয়ে বিভিন্ন স্থানে টাঙান। কিন্তু সেটা নির্বাচনী আচরণ বিধি লংঘনের আওতায় পড়ায় রিটার্নিং অফিসার ও গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবিরের নির্দেশে অপসারণ করা হচ্ছে।

আব্দুর রহমান আরমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।