যশোরে দুই হুন্ডি ব্যবসায়ী আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ১৯ নভেম্বর ২০১৮

যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্তে অভিযান চালিয়ে দুই হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। এ সময় হুন্ডির পাঁচ লাখ টাকা ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সোমবার সকালে পাঁচভুলোট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শার্শা উপজেলার পাঁচভুলোট মাঝেরপাড়া গ্রামের নুরুল ইসলাম সরদারের ছেলে আইয়ুব আলী সরদার (৩২) ও একই গ্রামের জামাল হোসেনের ছেলে হারুনুর রশিদ হারান (২৮) ।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর সোহেল আহম্মেদ জানান, পাঁচভুলোট বিজিবি ক্যাম্পের একটি টহল দল সোমবার সকালে পাঁচভুলোট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মোটরসাইকেলযোগে বাংলাদেশ থেকে ভারতের দিকে যাওয়ার সময় তিনজনের একটি চোরাকারবারী দলকে ধাওয়া করে। এ সময় চোরাকারবারী দল পালানোর চেষ্টাকালে আইয়ুব আলী ও হারুনুর রশিদকে আটক করে বিজিবি সদস্যরা। তাদের কাছ থেকে হুন্ডির পাঁচ লাখ টাকা ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযানের সময় আরও এক হুন্ডি ব্যবসায়ী পালিয়ে যান। আটকদের শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

জামাল হোসেন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।