যতই ভয়ভীতি দেখানো হোক সবাই ভোট কেন্দ্রে যাবে : মওদুদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ২৬ নভেম্বর ২০১৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, যতই বাধা, হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করা হোক না কেন সারাদেশের ভোটাররা এবার ভোট কেন্দ্রে যাবে। ভয়ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিতে হবে।

সোমবার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে গণসংযোগ শেষে কবিরহাট কলেজের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, ৫ বছর পর নির্বাচনকে কেন্দ্র করে আমি ও আমার এলাকার জনগণ এ প্রথম জনসম্মুখে আসার সুযোগ হয়েছে। এখনও আমাদের অনেক নেতাকর্মী জেলে। একটি মিথ্যা মামলায় জড়িয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করে সরকার কারাগারে রেখেছে। এ স্বৈরাচারী সরকার গত ১০ বছরে দেশ শাসনের নামে অপশাসন, দুঃশাসন, কুশাসন করেছে। যার ফলে দেশের মানুষ আজ তাদের ভয়ে ভীত সন্ত্রস্ত।

তিনি আরও বলেন, একটি মাত্র নোটিশে আজ মানুষ ঘর ছেড়ে রাজপথে এসেছে। এতে প্রমাণিত হয় আমরা আগামী ভোটে ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করবো এবং নৌকার পরাজয় হবে।

এ সময় নোয়াখালী-৫ আসনের বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংঠনের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে বিকেলে ব্যারিস্টার মওদুদ আহমদ ও তার স্ত্রী হাসনা মওদুদ নোয়াখালী জেলা কারাগারে বন্দী দলীয় নেতাকর্মীদের দেখতে যান।

মিজানুর রহমান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।