শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১১:২৫ এএম, ২৯ নভেম্বর ২০১৮

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি পোশাক কারখানায় শ্রমিক ছাটাইয়ের জের ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।

বৃহস্পতিবার সকালে ওই এলাকায় ফকিরা গার্মেন্টের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হরিদাশ জানান, ভবানীপুর এলাকায় ফকিরা গার্মেন্টের কয়েকজন শ্রমিককে ছাটাই করে কারখানা কর্তৃপক্ষ। এর জের ধরে বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ওই কারখানার শ্রমিকরা কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

এ সময় শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। খবর পেয়ে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আমিনুল ইসলাম/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।