যশোরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০২:৪৩ পিএম, ২৯ নভেম্বর ২০১৮
প্রতীকী ছবি

যশোরে পূর্ব শত্রুতার জের ধরে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের বড়বাজার মাছ বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত পাপ্পু হোসেন বাবু (১৮) শহরতলী শেখহাটি বাবলাতলা এলাকার জলিল উদ্দিনের ছেলে। বাবুকে রক্ষা করতে গিয়ে তার বড় ভাই দিপুও আহত হন।

হাসপাতাল সূত্র ও নিহতের স্বজনরা জানান, যশোর শহরের বড়বাজারের মাছ বাজারের পাশে বাবুর মোবাইল ফোনের রিচার্জের দোকান রয়েছে। ওই দোকানে টাকা বাকি রাখা নিয়ে খালধার রোড এলাকার অপুর সঙ্গে তার বিরোধ হয়। এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অপু আরও তিন দুর্বৃত্তকে সঙ্গে নিয়ে বাবুর ওপর হামলা চালায়। বাবুর বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়।

এ সময় তাকে রক্ষা করতে তার বড় ভাই দিপু এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মনিরুজ্জামান লর্ড বাবুকে মৃত ঘোষণা করেন। আহত দিপুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি অপূর্ব হাসান বলেন, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের আটকের জন্য অভিযান চলছে।

মিলন রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।