বিএনপির ৯ নেতাকর্মী গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ০২ ডিসেম্বর ২০১৮
প্রতীকী ছবি

নাশকতার অভিযোগে যশোরের শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে বিএনপির নয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এ সময় সাতটি বোমা, কয়েকটি রেল লাইনের পাথর ও লাঠি উদ্ধারের দাবি করেছে পুলিশ।

এ ঘটনায় শনিবার রাতে গ্রেফতার নয়জন ও পলাতক ৩১ জনের নাম উল্লেখ করে একটি নাশকতার মামলা দায়ের করে পুলিশ। রোববার দুপুরে গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শার্শা উপজেলার শুড়া গ্রামের আব্দুস সালাম, গোড়পাড়া গ্রামের নাসির উদ্দিন, রামচন্দ্রপুর গ্রামের ইব্রাহিম, নাভারন রেল বাজারের রেজাউল ইসলাম, বেনেখড়ি গ্রামের মোয়াজ্জেম হোসেন, টেংরা গ্রামের আব্দুল লতিফ, রাড়িপুকুর গ্রামের শামসুর রহমান, বাগআঁচড়া গ্রামের হাসানুজ্জামান ও বসতপুর গ্রামের আবুল হোসেন।

গ্রেফতার সালামের ভাই লাল্টু বলেন, আমার ভাই সালাম গোড়পাড়া বাজারে মুদি ব্যবসায়ী। দোকানদারি করার সময় গোড়পাড়া ফাঁড়ির এএসআই আনসার আলী তাকে দোকনের ভেতর থেকে ধরে নিয়ে যায়। পরে শুনি তার নামে নাশকতার মামলা করেছে পুলিশ।

নাসির উদ্দিনের বাবা জালাল উদ্দিন বলেন, সন্ধ্যায় আমার ছেলে গোড়পাড়া বাজারে চায়ের দোকানে বসে ছিল। সেখান থেকে তাকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে তার নামে নাশকতার মামলা দায়ের করে জেলহাজতে পাঠায়।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান বলেন, বিএনপির নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্য টেংরা গ্রামের সমাবেত হচ্ছে- এমন সংবাদে অভিযান চালিয়ে নয়জনকে গ্রেফতার করা হয়। বাকিরা পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের নামে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়।

মো. জামাল হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।