১৩৯ মামলা মাথায় নিয়ে বিএনপি প্রার্থী টুকু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:০০ এএম, ০৬ ডিসেম্বর ২০১৮

১৩৯ মামলা নিয়েও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূঞাপুর ও গোপালপুর উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-২ আসনে বিএনপির প্রার্থিতা পেয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। তবে বর্তমানে ওইসব মামলার ৭৮টি বিচারাধীন ও ৬১টি তদন্তনাধীন রয়েছে। এছাড়াও ২৯টি স্থগিত ও ৪ মামলা থেকে অব্যাহতি পেয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

১৯৯৬-৯৯ সালে দায়েরকৃত মামলাগুলোতে খালাস পান তিনি। পরবর্তী নবম জাতীয় সংসদ নির্বাচনে তার বিরুদ্ধে মামলা ছিল ৩টি আর বিগত ১০ বছরে ১৩৬টি মামলা বেড়ে বর্তমানে মামলার সংখ্যা দাঁড়িয়েছে ১৩৯টি। এমন তথ্যই উল্লেখ করা হয়েছে তার হলফনামায়।

তবে নবম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় সাড়ে ৩ কাঠা অকৃষি জমি ও ১৪৪ বর্গফুট দোকান রয়েছে উল্লেখ করলেও একাদশ সংসদ নির্বাচনে হলফনামায় তার কোনো জমি বা দোকান নেই বলে উল্লেখ করেছেন। সে সময় নগদ টাকা না থাকলেও বর্তমানে টুকুর আছে নগদ ২ লাখ টাকা ও গত দশ বছরে তার স্ত্রীর স্বর্ণের পরিমাণ বেড়েছে ৪০ ভরি।

যদিও ২০০৮ সালের হলফনামায় বিয়েতে উপহার হিসেবে স্বর্ণের পরিমাণ ৪০ ভরি উল্লেখ করা হয়। এছাড়া কোনো ব্যাংক বা প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেননি বলে হলফনামায় উল্লেখ করেন সুলতান সালাউদ্দিন টুকু।

কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নাশকতা মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দি থাকায় তার নির্বাচনী এলাকায় যেতে পারছেন না তিনি। তবে দলীয় কৌশলে এ আসনটিতে তার ভাই জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামছুল আলম তোফাকেও দলের মনোনয়ন চিঠি দেয়া হয়েছে।

আরিফ উর রহমান টগর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।