শিমুলিয়া ঘাটে বাড়তি যানবাহনের চাপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০১:৩১ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮

টানা তিনদিন ছুটির কারণে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে স্বাভাবিক দিনের চাইতে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার ও আজ শুক্রবার সকাল থেকেই শিমুলিয়া ঘাটে ফেরি পারপারে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

স্বাধীনতা দিবসের ছুটিসহ টানা ৩ দিন বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের অনেক যাত্রী বাড়ি যেতে শুরু করেছেন। আর এ কারণেই দু’দিন যাবৎ এই রুটে চাপ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এমতাবস্থায় এই রুটে পণ্যবাহী ট্রাকসহ ছোট-বড় প্রায় ৮ শতাধিক যানবাহন রয়েছে।

মাওয়া বিআইডব্লিউটিসির মেরিন অফিসার ও ম্যানেজার (বাণিজ্য) আ. আলিম আহমেদ জানান, স্বাধীনতা দিবসের ছুটিসহ টানা ৩ দিনের ছুটির কারণে ফেরিঘাটে যানবাহনের বাড়তি চাপ দেখা দিয়েছে। বর্তমানে শিমুলিয়া নৌরুটে ৩টি রো রো, ৬টি ডাম্প, ২টি মিডিয়াম, ৩টি কে-টাইপ ও একটি ছোট ফেরিসহ মোট ১৭টি ফেরি চলাচল করলেও বাড়তি এসব যানবাহনের চাপে হিমশিম খেতে হচ্ছে ফেরি কর্তৃপক্ষকে।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।