টিউবওয়েলের পানি নিয়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮

গাজীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইকে কুপিয়ে খুন করেছে ছোট ভাই। বুধবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের জাথালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোস্তফা (৫৫)। তিনি ওই এলাকার কাজিমউদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ নিহতের ছোট ভাই মোতালেব (৪৫) ও প্রতিবেশী ইদ্রিস আলীর ছেলে রফিকুলকে (৪০) আটক করেছে।

কালিয়াকৈর থানা পুলিশের ফুলবাড়িয়া ফাঁড়ির ইনচার্জ এসআই মিনহাজ জানান, বাড়ির টিউবওয়েলের ব্যবহৃত পানি যাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই মোতালেব ঘর থেকে ধারলো অস্ত্র নিয়ে মোস্তফাকে উপর্যুপরি কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা মোস্তফাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে মোতালেব ও তার সহযোগী রফিকুলকে আটক করে।

আমিনুল ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।