‘টাকার বস্তা নিয়ে মাঠে নেমেছেন একরামুজ্জামান’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:০৮ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপির প্রার্থী ও ব্যবসায়ী সৈয়দ একে একরামুজ্জামান কালো টাকার বস্তা নিয়ে মাঠে নেমে ভোট কেনার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম।

বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভা শেষে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।

কালো টাকা নিয়ে শঙ্কা প্রকাশ করে সংগ্রাম বলেন, প্রতিবার নির্বাচন এলেই একরামুজ্জামান কালো টাকার বস্তা নিয়ে মাঠে নামেন। সেই টাকা দিয়ে ভোটারদের কেনার চেষ্টা করেন। কিন্তু নাসিরনগরের মানুষ কখনো টাকার কাছে বিক্রি হয়নি। এবারও তারা বিক্রি হবে না। টাকা দিয়ে গরু-ছাগল কেনা যায়, মানুষ কেনা যায় না।

তিনি আরও বলেন, নাসিরনগরের মানুষ সবসময় নৌকাকে সমর্থন জানিয়ে এসেছে। তারা নৌকাপ্রেমী। এবারের নির্বাচনে তারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে নৌকা মার্কায় ভোট চান।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের প্রার্থী আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের প্রার্থী এবাদুল করিম বুলবুল, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের প্রার্থী এবি তাজুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

আজিজুল সঞ্চয়/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।