পুলিশের সঙ্গে সংঘর্ষে রক্তাক্ত বিএনপির প্রার্থী
কিশোরগঞ্জ-২ আসনে (পাকুন্দিয়া-কটিয়াদী) নির্বাচনী প্রচারণার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন বিএনপি প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে কটিয়াদী পৌরসভার বীর নোয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপি নেতারা অভিযোগ করেন, কটিয়াদী পৌরসভার বীর নোয়াকান্দি এলাকায় ধানের শীষের প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন প্রচারণা চালাতে গেলে পুলিশ বিনা উসকানিতে নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে। এ সময় পুলিশের লাঠিচার্জে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন রক্তাক্ত হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
কটিয়াদী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, নির্বাচনী প্রচারণার সময় পুলিশের উপস্থিতি দেখে বিএনপি নেতাকর্মীরা ধাওয়া দেয়। তাদের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় জড়িত থাকায় ধানের শীষের প্রার্থীর ছেলে মো. সাব্বির জামান রনিকে আটক করা হয়েছে।
আরএআর/জেআইএম