আপনারা ভোট দিন, আমরা উন্নয়ন দেব
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, আপনাদের মূল্যবান ভোটটি সব দলের লোক চাইতে পারে। যারা দেশের জন্য কোনো উন্নয়ন করেনি তাদের ভোট না দিয়ে, যারা মানুষের জন্য কাজ করেছে এবং করবে তাদেরই ভোট দিন। আপনারা নৌকা মার্কায় ভোট দিন, আমরা বিগত দিনের মতো উন্নয়ন দেব।
বুধবার সকালে গাজীপুর-৫ নির্বাচনী আসনের কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড চৌড়া এলাকায় এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
এ সময় উঠান বৈঠকে কালীগঞ্জ পৌর যুবদলের সভাপতি মো. আলী হোসেন ও বিএনপি নেতা সাইফুল ইসলাম বুরুজ, অ্যাড. কাউছার সিকদার ও আব্দুর রশিদ মোক্তারের নেতৃত্বে বিএনপির ২ শতাধীক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেন। তারা প্রতিমন্ত্রী চুমকির হাতে ফুলের নৌকা দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।
নতুন যোগদানকারীদের উদ্দেশে প্রতিমন্ত্রী চুমকি বলেন, বিএনপির প্রতি বিশ্বাস রাখতে পারছে না তার দলের নেতাকর্মীরা। দলের নেতাকর্মীদের বিপদে-আপদে বিএনপি তাদের পাশে কখনও ছিল না। তাই বিএনপির নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আস্থা রেখে আওয়ামী লীগের পতাকাতলে ফিরে আসছে। যারা আওয়ামী লীগে যোগদান করেছে তাদের আন্তরিকভাবে সাধুবাদ জানান তিনি।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন, আওয়ামী লীগ নেতা এবএিম তারিকুল ইসলাম, শফিউল কাদের নান্নু, আহমেদুল কবির, রফিকুল ইসলাম সিজু, মাইনুল ইসলাম প্রমুখ।
এ সময় জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আব্দুর রহমান আরমান/এফএ/এমকেএইচ