ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে হেলপার নিহত
গাজীপুরে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন।
বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকের হেলপার মোশারফ হোসেন (২৪) ময়মনসিংহের ছনকান্দা এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, সকাল সাড়ে ৬টার দিকে ওই মহাসড়কে ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক মো. মিঠুন ও হেলপার মোশারফ হোসেন গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মোশারফ হোসেনকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ট্রাক ও কাভার্ডভ্যানটি জব্দ করেছে।
আমিনুল ইসলাম/আরএআর/এমএস