শ্রীপুরে গাড়িচাপায় শ্রমিক নিহত
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেড়াইদেরচালা এলাকায় গাড়িচাপায় পল্লব খান (৩০) নামে এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পল্লব নেত্রকোনার বারহাট্টা উপজেলার আমুদী গ্রামের আব্দুল হামিদ খানের ছেলে। তিনি পৌর এলাকার ভিনটেজ ডেনিম লিমিটেড কারখানার শ্রমিক ছিলেন।
মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, নিহত পল্লব ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে বাই-সাইকেল যোগে কারখানায় যাওয়ার পথে বেড়াইদের চালা এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, শ্রমিক মৃত্যুর খবরে কারখানার শ্রমিকরা প্রায় আধা ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শিহাব খান/আরএআর/জেআইএম