বাড়ির পেছনে পড়েছিল ছোট্ট নিফাতের নিথর দেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১২:১৮ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮

গাজীপুর সিটি কর্পোরেশনের বাহাদুরপুর তুলসি ভিটা এলাকায় পঞ্চম শ্রেণির এক ছাত্রকে অপহরণের পর মুক্তিপণের টাকা না পেয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তার মরদেহ বাড়ির পেছন থেকে উদ্ধার করা হয়।

নিহত ইফতিয়াক হোসেন নিফাত (১১) স্থানীয় ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল থেকে এ বছর পিএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছিল। তার বাবার নাম হযরত আলী। দুই ভাইয়ের মধ্যে নিফাত ছোট।

নিহতের মামাতো ভাই আশাদুল হক জানান, বুধবার দুপুর ১২টার দিকে নিফাত বাড়ির পাশে বাহাদুরপুরগামী রাস্তায় খেলাধুলা করছিল। ঘণ্টাখানিক পর সে বাসায় না ফেরায় বাড়ির স্বজনরা তাকে খোঁজাখুঁজি করতে থাকে।

পরবর্তীতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিফাতের বাবার কাছে মোবাইল ফোনে তার ছেলেকে অপহরণের কথা জানায় এবং মুক্তিপণ বাবদ ৩০ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে এবং পুলিশে খবর দিলে ছেলের ক্ষতি হবে বলে হুমকি দেয়। এ ঘটনায় ওই দিনই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় অভিযোগ প্রদান করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, অপহরণের অভিযোগ পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করতে সারারাত গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে।

তিনি আরও জানান, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে পারিবারিক শত্রুতার জেরে বাড়ির কাছেই কোথাও শিশুটিকে হত্যার পর দুর্বৃত্তরা বাড়ির পেছনে তার মরদেহ ফেলে রেখে গেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদর গ্রেফতারে অভিযান পরিচালনা করছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আমিনুল ইসলাম/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।