বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রধান এজেন্ট গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০২:৪৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ সংসদীয় আসনের জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী মো. নাসিরুল হক সাবুর প্রধান নির্বাচনী এজেন্ট আশরাফ মিয়াকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শনিবার সকালে জেলা গোয়েন্দা পুলিশ আশরাফকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেফতার আশরাফ মিয়া রাজবাড়ী জেলা বিএনপির উপদেষ্টা ও পাংশা উপজেলা বিএনপির সহ-সভাপতি।

রাজবাড়ী-২ আসনের ধানের শীষের প্রার্থী মো. নাসিরুল হক সাবু বলেন, গতকাল রাতে আমার প্রধান নির্বাচনী এজেন্ট আশরাফ মিয়াকে গ্রেফতার করে নিয়ে যায় ডিবি পুলিশ। বিষয়টি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শওকত আলীকে জানিয়েছি। কিন্তু এখনো কোনো পদক্ষেপ নেননি তিনি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য প্রশাসনসহ সবার সহযোগিতা চাই আমি।

বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট অাশরাফ মিয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মো. কামাল হোসেন ভূইয়া বলেন, ভাঙচুর মামলায় আশরাফ মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

রুবেলুর রহমান/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।