কিশোরগঞ্জে রাষ্ট্রপতির জন্মদিন পালিত
কিশোরগঞ্জে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় শহরের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর আ. ন. ম নওশাদ খান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, জেলা বহুমুখী সমবায় সমিতির চেয়ারম্যান হুমায়ুন কবীর, কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বাচ্চু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. আবুল হাশেম, জেলা বঙ্গবন্ধু পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক নূল মোহাম্মদ প্রমুখ।
পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ কামনা করে দোয়া করা হয়।
নূর মোহাম্মদ/এমএআর/এমকেএইচ