নিখোঁজের ৩ মাস পর মিলল কঙ্কাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ০২ জানুয়ারি ২০১৯

নরসিংদীতে নিখোঁজের তিন মাস পর পারভেজ (২৫) নামের এক যুবকের বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে জেলার শিবপুরের দড়িচরের একটি আখক্ষেত থেকে এ কঙ্কাল উদ্ধার করা হয়।

এর আগে ভোরে এ ঘটনায় গ্রেফতারকৃত দুই ডাকাতের স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালায় পুলিশ। নিহত পারভেজ পলাশ উপজেলার গুচ্ছগ্রাম এলাকার তাজুল ইসলামের ছেলে।

তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তিনি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ৭ অক্টোবর বাড়ি থেকে পারভেজ নিখোঁজ হয়। কোথাও সন্ধান না পেয়ে নিখোঁজ পারভেজের বাবা তাজুল ইসলাম প্রথমে পলাশ থানায় সাধারণ ডায়েরি করেন। পরে তিনি বাদী হয়ে শিবপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এ মামলায় ইতোপূর্বে বাবুসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দেয়া তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া থেকে ডাকাত জালাল ও নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর থেকে ডাকাত বদুকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী বুধবার সকালে জেলার পলাশ উপজেলার দড়িচরের একটি আখক্ষেত থেকে নিখোঁজ পারভেজের বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনির হোসেন বলেন, ডাকাতিতে লুটকৃত টাকা-পয়সা নিয়ে বিরোধের জেরে নিজ দলের সদস্যরা পারভেজকে হত্যা করে। নিখোঁজ পারভেজের কঙ্কাল উদ্ধার ও ঘাতকদের গ্রেফতারের মাধ্যমে হত্যার রহস্য উদঘাটিত হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে এ ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হবে।

সঞ্জিত সাহা/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।