জৌকুড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ১৮ জানুয়ারি ২০১৯

রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়ার জৌকুড়া-নাজিরগঞ্জ নৌপথের পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

সোমবার থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফেরি চলাচল বন্ধ থাকায় এই রুটে চলাচলকারী যানবাহন ও যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। নাব্যতা ফিরিয়ে অানার লক্ষ্যে শুক্রবার ও শনিবার এই রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানায় রাজবাড়ী সড়ক বিভাগ।

জানা যায়, রাজবাড়ী ধাওয়াপাড়া জৌকুড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটের ফেরি সার্ভিসটি রাজবাড়ী সড়ক বিভাগের আওতায় পরিচালিত হয়। প্রতিদিন এই রুট দিয়ে যাত্রীবাহী পরিবহনের পাশাপাশি ছোট গাড়ি, পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান পারাপার হয়ে থাকে। নাব্যতা সংকটের কারণে শনিবার থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। সেই সঙ্গে নৌপথের নাব্যতা ফিরিয়ে অানতে কাজ করছে সড়ক বিভাগ।

রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসেন বলেন, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটের পদ্মা নদীর নাব্যতা ফিরিয়ে অানতে রাজবাড়ী সড়ক বিভাগ কাজ করছে। যার কারণে এই রুটে আজ এবং কাল দুই দিন ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ড্রেজিংয়ের কাজ শেষে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। তবে ফেরিঘাট স্থানান্তরিত করতে হলে দুই একদিন সময় বেশি লাগতে পারে বলেও জানান তিনি।

রুবেলুর রহমান/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।