গ্রাম থেকে শহরে আসা ছাত্রদের টার্গেট করে তারা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯

বগুড়ায় মুক্তিপণের দাবিতে অপহৃত ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অপহরণকারীদের কবল থেকে উদ্ধারকৃত সাকিবুল ইসলাম বগুড়ার একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।

পুলিশ জানায়, বগুড়া শহরের শেরপুর রোডে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (বিআইআইটি) নামে বেসরকারি পলিটেকনিকের ছাত্র সাকিবুল শনিবার দুপুরে পরীক্ষা শেষে স্টেডিয়ামে যাচ্ছিলেন খেলা দেখার জন্য। শহরের খান্দার এলাকায় অপহরণকারী চক্রের সদস্যরা সাকিবুলকে ছুরি দেখিয়ে অপহরণ করে। এরপর মোবাইল ফোনে তার বাবার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পরে সাকিবুলের বাবা বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দামরুল গ্রামের রফিকুল ইসলাম ছেলেকে সুস্থ অবস্থায় ফিরে পেতে অপহরণকারীদের বিকাশের মাধ্যমে ৫ হাজার টাকা দেয়। কিন্তু অপহরণকারীরা সাকিবুলকে ফেরত না দিয়ে আরও টাকা দাবি করে এবং টাকা না পেলে ছেলেকে হত্যা করা হবে বলে রফিকুলকে হুমকি দেয়।

শনিবার রাতে রফিকুল ইসলাম বিষয়টি বগুড়া সদর থানায় জানায়। এরপর মোবাইল ফোনের সূত্র ধরে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে পুলিশ। কিন্তু অপহরণকারীরা বার বার সাকিবুলকে নিয়ে তাদের অবস্থান পরিবর্তন করতে থাকে। একপর্যায় শনিবার গভীর রাতে শহরের খান্দার এলাকার একটি বাড়ি থেকে অপহৃত সাকিবুল ইসলামকে উদ্ধার করা হয়। সেই সঙ্গে অপহরণের ঘটনায় জড়িত খান্দার চাপড়পাড়ার আবুল কালামের ছেলে রেজাউল ইসলাম ওরফে রিয়াদ (২৪), মালগ্রাম দক্ষিণপাড়ার ওয়াদুদ সরকারের ছেলে ওয়াহেদ ফারুকি ওরফে মেঘ (১৯) ও মালগ্রাম চাপড়পাড়ার ইদ্রিস আলীর ছেলে মোহাম্মদ সাজিবকে (২৫) গ্রেফতার করে পুলিশ।

সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল বলেন, পুলিশ অপহরণকারীদের অবস্থান শনাক্ত করার পর তারা সাকিবুলকে নিয়ে একটি জঙ্গলে অবস্থান নেয়। এরপর বিকাশে টাকা দেয়ার আশ্বাস পেলে অপহরণকারীরা তাকে একটি বাড়িতে নিয়ে যায় এবং অপর এক অপহরণকারী বিকাশে টাকা নিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান বলেন, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সদস্য। গ্রাম থেকে শহরে লেখাপড়া করতে আসা ছাত্রদেরকে টার্গেট করে অপহরণের পর মুক্তিপণ আদায় করে থাকে তারা। এর আগে তারা একাধিক অপহরণের ঘটনার সঙ্গে জড়িত ছিল। তাদেরকে এর আগেও গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা হয়েছে।

লিমন বাসার/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।