এসএসসির খাতা বহিরাগত নারীর হাতে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৯
ফাইল ছবি

টাঙ্গাইলের ভুঞাপুরে এসএসসি পরীক্ষায় হলের বাইরে খাতা আনার অভিযোগে বহিরাগত এক নারীকে আটক করা হয়েছে। এছাড়াও পরীক্ষার হলের বাইরে খাতা নেয়ার ঘটনায় দায়িত্বপ্রাপ্ত তিন শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার নিকরাইল পলশিয়া রানী দীনমনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে। অব্যাহতি প্রাপ্ত শিক্ষকরা হলেন, উপজেলার নিকলা দড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল জলিল, মমতাজ ফকির উচ্চ বিদ্যালয়ের রুহুল আমীন ও উত্তম কুমার মদক।

এছাড়া পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে নিকলা উচ্চ বিদ্যালয়ের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
জানা যায়, উপজেলার নিকরাইল পলশিয়া রানী দীনমনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার পরই হলে দায়িত্বরত শিক্ষক আব্দুল জলিল অনুমতি ছাড়া কয়েকটি বাড়তি খাতা নেন। এরপর তার সহযোগিতায় খাতা বাইরে আনা হয়। পরে বাইরে আনা খাতাসহ বহিরাগত এক নারীকে আটক করা হয়েছে।

এঘটনায় জড়িত থাকার অভিযোগে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত তিন শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে। পরে ঘটনা তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শাহিনুর ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, পরীক্ষার খাতা বাইরে নেয়ার ঘটনায় দায়িত্বপ্রাপ্ত তিন শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া খাতাসহ আটক বহিরাগত নারীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

আরিফ উর রহমান টগর/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।