রান্না ঘরে গ্যাস সিলিন্ডারের আগুনে প্রাণ গেল শিশুর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ০৮ মার্চ ২০১৯

যশোরের বেনাপোল পাঠবাড়ি এলাকায় রান্না ঘরের গ্যাস সিলিন্ডারের আগুনে তোহা খাতুন (৪) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তোহা বেনাপোল পৌরসভার ইলেকট্রিক বিভাগের কর্মচারী টিপু সুলতান বাদশাহের মেয়ে। তাদের বাড়ি ঝিনাইদাহ জেলায়। টিপু সুলতান বেনাপোল পাটবাড়ির একটি বাড়িতে ভাড়া থেকে পৌরসভায় চাকরি করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে তোহা রান্না ঘরে কলম পুড়িয়ে খেলা করছিল। এ সময় কলমের গরম গলিত অংশ গ্যাসের চুলার পাইপের ওপর পড়লে পাইপ ছিদ্র হয়ে আগুন ধরে যায়। আগুনে তোহার সমস্ত শরীর ঝলসে যায়। হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ সময় বাদশার স্ত্রী সুমাইয়া খাতুন বাড়ির নিচে পানি আনতে গিয়েছিলেন।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি (তদন্ত) সৈয়দ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জামাল হোসেন/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।