বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন শাহীন চাকলাদার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৭:২০ পিএম, ১৩ মার্চ ২০১৯

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান হতে যাচ্ছেন তিনি।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ বুধবার বিকেলে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় শাহীন চাকলাদার তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিটার্নিং কর্মকর্তা হুসাইন শওকত।

তিনি বলেন, আগামী ৩১ মার্চের সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শাহীন চাকলাদারসহ তিনজন মনোনয়নপত্র জমা দেন। এরই মধ্যে বুধবার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ। তিনি নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। বুধবার বিকেলে মোহিত কুমার নাথের ছেলে পার্থ প্রতিম দেবনাথ রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে বাবার পক্ষে মনোয়নপত্র প্রত্যাহার করে নেন।

রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, এর আগে গত ১০ মার্চ অপর প্রার্থী ইসলামী ঐক্যজোটের শেখ আল মামুন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে এ উপজেলায় চেয়ারম্যান পদে শাহীন চাকলাদার একমাত্র প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।

মিলন রহমান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।