সমুদ্র পথে মালয়েশিয়াগামী ২২ রোহিঙ্গাসহ আটক ৩২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০১:৫৩ পিএম, ৩০ মার্চ ২০১৯

সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ২২ রোহিঙ্গাসহ ৩২ জনকে আটক করা হয়েছে। শনিবার ভোরে কক্সবাজারের সেন্টমার্টিনের ছেড়াদ্বীপসহ উপকূলের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশনের ইনচার্জ লে. কমান্ডার শেখ মাহমুদ হাসান।

তিনি জানান, আটকদের মধ্যে ২২ জন রোহিঙ্গা এবং তিনজন দালাল রয়েছে। পুলিশের সহায়তায় অভিযানে একটি ট্রলারও জব্দ করা হয়েছে।

আটক দালালরা হলেন- সেন্টমার্টিনের বাসিন্দা মোহাম্মদ কবির, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ হোসেন।

কোস্টগার্ড কর্মকর্তা শেখ মাহমুদ হাসান বলেন, সমুদ্রপথে রোহিঙ্গাদের মালয়েশিয়া পাচার করা হচ্ছে- এমন সংবাদ পেয়ে সেন্টমার্টিন উপকূলের বিভিন্ন স্থানে স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যদের নিয়ে অভিযান চালানো হয়। অভিযানে ছেড়াদ্বীপ ও সেন্টমার্টিনের বিভিন্ন স্থানে জড়ো করে রাখা ৩২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ২২ জন রোহিঙ্গা রয়েছে। রয়েছে তিন দালালও। আইনগত ব্যবস্থা নিতে আটকদের টেকনাফ থানায় নেয়া হচ্ছে।

সায়ীদ আলমগীর/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।