নেশার টাকা না পেয়ে ছেলেকে হত্যা
বগুড়ার শেরপুরে স্ত্রীর কাছে নেশার টাকা না পেয়ে ছেলে দুর্জয়কে (১০) কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড বাবা বিধান চন্দ্র। এ ঘটনার পর বিধান চন্দ্রকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
সোমবার দুপুরে উপজেলার কুসুম্বী ইউনিয়নের দারুগ্রাম হিন্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুর্জয় উপজেলার দারুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, বিধান চন্দ্র দীর্ঘদিন যাবত মাদকাসক্ত। নেশার টাকা জোগাতে তিনি সংসারের সব কিছু বিক্রি করে দিয়েছেন। আর নিজেও কোন আয় উপার্জন করেন না। তাই একমাত্র সন্তান দুর্জয়কে মানুষ করতে মা আগমনী রানী সংসারের হাল ধরেন। শুরু করেন অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ। কাজ করে যে টাকা পান তাই দিয়ে কোন রকমে চলে সংসার। এরপরও বিধান চন্দ্র নেশার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি করে।
টাকা না পেয়ে তিনি রোববার রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করেন। এরপর সোমবার সকালে স্ত্রী আগমনী মানুষের বাড়িতে কাজ করতে যায়। আর এ সুযোগে দুপুরের দিকে ছেলে দুর্জয়কে ঘরে ডেকে নেয় বাবা বিধান চন্দ্র। এরপর তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। সন্তানকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় প্রতিবেশিরা রক্তাক্ত অবস্থায় দেখে বিধান চন্দ্রকে আটক করে। পরে ঘরের মধ্যে দুর্জয়ের মরদেহ দেখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার এবং বিধানর চন্দ্রকে আটক করে।
শেরপর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ হাশমী বিষয়টি নিশ্চিত করে জানান, এরআগেও মাদক সেবনের অভিযোগে বিধানকে গ্রেফতার করা হয়েছিল। তিনি একমাস হাজতে বাস করে জামিনে বেরিয়ে যান।
হত্যাকাণ্ডের ব্যাপারে বিধান প্রাথামিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।
লিমন বাসার/এআরএ/আরআইপি