কসবায় অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা


প্রকাশিত: ০৮:১৯ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিমান করে তানিয়া আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সৈয়দাবাদ এলাকার দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত তানিয়া দক্ষিণপাড়ার খোরশেদ মিয়ার মেয়ে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, হতদরিদ্র তানিয়ার পরিবার অনেক কষ্ট করে তানিয়াকে লেখাপড়া করাতেন। কিন্তু তানিয়া লেখাপড়ায় অমনযোগী ছিল। মঙ্গলবার দুপুরে তানিয়ার মা তাকে ভালো করে পড়ালেখা করার কথা বলে বাড়ি থেকে রিলিফের চাল আনার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদে চলে যান। পরে সন্ধ্যায় বাড়ি এসে তানিয়ার নিজ কক্ষে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মায়ের কথায় অভিমান করেই তানিয়া আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আজিজুল আলম সঞ্চয়/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।