গাজীপুরে হাজতির মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক গাজীপুর
প্রকাশিত: ১২:৪০ পিএম, ১৯ এপ্রিল ২০১৯
প্রতীকী ছবি

গাজীপুর জেলা কারাগারের হাজতি মাদক মামলার এক আসামি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ওই হাজতির নাম মাসুদ মিয়া (২২)। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট থানার পূর্ব সাকনাইন গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

গাজীপুর জেলা কারাগারের সিনিয়র জেল সুপার মো. নেছার আলম জানান, বৃহস্পতিবার বিকেলে আদালতে হাজিরা দিয়ে কারাগারে ফেরার পর তার বুকে ব্যথা শুরু হয়। পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাজীপুর সদর থানা পুলিশের এসআই মো. জয়নাল আবেদীন জানান, গত ২২ ফেব্রুয়ারি বাসন থানার একটি মাদক মামলায় গ্রেফতার মাসুদ মিয়াকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। তিনি গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকায় হাতেম আলীর বাসায় ভাড়া থাকতেন।

আমিনুল ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।