বিয়ের ৯ মাসেই স্বামী-স্ত্রীর চির বিদায়, থাকল শুধু স্মৃতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২২ এপ্রিল ২০১৯

গাজীপুরে পারিবারিক কলহের জেরে শ্বশুর বাড়িতে এসে স্ত্রীকে গলাটিপে হত্যা করে স্ত্রীর ওড়নায় ফাঁস লাগিয়ে স্বামী আত্মহত্যা করেছে।

সোমবার দুপুরে কাপাসিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাহিমা আক্তার (১৮) ওই গ্রামের রিকশাচালক ফজলুল হকের মেয়ে। স্বামী পার্শ্ববর্তী বড়চালা গ্রামের মনির হোসেনের ছেলে রিমন (২১)।

কাপাসিয়া থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. মনিরুজ্জামান খান জানান, দুপুরে ফাহিমা আক্তারকে গলা টিপে হত্যার পর স্বামী রিমন শ্বশুর বাড়ির বসতঘরে স্ত্রীর ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। নিহত ফাহিমার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

বিকেলে কাপাসিয়া থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিহত ফাহিমার বাবা ফজলুল হক জানান, রিমনের সঙ্গে ৯ মাস আগে ফাহিমাকে বিয়ে দেই। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া-বিবাদ চলছিল। সোমবার দু’জনের মধ্যে কথাকাটি হয়। পরে ঘরের মধ্যে মেয়েকে হত্যা করে জামাতা নিজে আত্মহত্যা করে।

আমিনুল ইসলাম/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।