কর্মস্থলে নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১২:৫৬ পিএম, ৩০ এপ্রিল ২০১৯

গাজীপুর সিটি কর্পোরেশনের আমবাগ এলাকায় একটি মার্কেট থেকে দুলাল মিয়া (৬০) নামে এক নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত দুলাল মিয়া ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মনিপুরা এলাকার মৃত জবেদ আলীর ছেলে।

কোনাবাড়ী থানা পুলিশের এসআই মো. হেলাল উদ্দিন জানান, আমবাগ এলাকায় পরিবারসহ বাসা ভাড়া থেকে স্থানীয় একটি মার্কেটে নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরি করতেন দুলাল মিয়া। মঙ্গলবার ভোরে একটি মার্কেটে টিনের চালের ধরনার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় দুলাল মিয়াকে ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি বলেন, দুলাল মিয়ার দুই স্ত্রী রয়েছে। ধারণা করা হচ্ছে- সংসারে অভাব অনটনের কারণে তিনি আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।