আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ-গুলি, আহত ২
রমজানের শুরুতেই আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের এক এএসআইসহ দুইজন আহত হয়েছেন। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, বর্তমান পৌর মেয়র কাজী আশরাফুল আজম ও উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন সোনা শিকদারের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিবাদ চলছিল। এরই জের ধরে রাতে দুই পক্ষই দেশীয় অস্ত্র ঢাল, সড়কি নিয়ে শহরে চৌরাস্তার মোড়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হাট-বাজার ছেড়ে পালিয়ে যায় সাধারণ মানুষ।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী বলেন, সন্ধ্যার পর শৈলকুপা শহরের চার রাস্তার মোড়ে বর্তমান মেয়র কাজী আশরাফুল আজম ও উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন সোনা শিকদারের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, কথাকাটাকাটির একপর্যায়ে তারা সংঘর্ষে বাঁধায়। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় একটি বাস ভাঙচুর করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।
আব্দুল্লাহ আল মাসুদ/বিএ