ওসির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে হুমকির অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:২৫ এএম, ০২ জুন ২০১৯

গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ইজাদুর রহমান চৌধুরীকে প্রার্থিতা প্রত্যাহার করতে জয়দেবপুর থানার ওসি হুমকি প্রদান দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রার্থী ইজাদুর রহমান ৩০ মে গাজীপুরের পুলিশ সুপার বরাবর ওসির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে ইজাদুর রহমান চৌধুরী বলেন, গত ২৯ মে বিকেল সোয়া ৩টার দিকে জয়দেবপুর থানার ওসি মো. আসাদুজ্জামান ওই থানার এএসআই হারুন অর রশিদের মোবাইল থেকে তাকে ফোন দেন। ফোনে ওসি সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তার প্রার্থিতা প্রত্যাহার করতে বলেন। এ জন্য তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রীনা পারভীনের সঙ্গে কথা বলতে বলেন। ওসি বলেন ‘যদি তিনি প্রার্থিতা প্রত্যাহার না করেন তবে তার নির্বাচনী কাজ যারা করবে তাদের বিরাট অসুবিধা হবে এবং কর্মীদের মামলা-হামলা দিয়ে ব্যাপক ক্ষতি করা হবে।’

ইজাদুর রহমান অভিযোগ করে আরও বলেন, নির্বাচনের সময় বা নির্বাচনের পরে যদি বর্তমান ওসি আসাদুজ্জামান এই থানায় থাকে তাহলে আমার জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। এ ব্যাপারে তিনি নিজের ও তার কর্মীদের নিরাপত্তার জন্য পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে জয়দেবপুর থানার ওসি মো. আসাদুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো প্রার্থীকে তার মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য ফোন দেননি। যদি কেউ এ ধরনের অভিযোগ করে থাকেন তাহলে তা সঠিক নয়।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।