সৈকত থেকে ৩০টি দোকান উচ্ছেদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ০৮ জুন ২০১৯

কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টের বালিয়াড়ি দখল করে নির্মাণাধীন প্রায় ৩০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে কক্সবাজার জেলা প্রশাসন। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এসব দোকান ভেঙে দেয়া হয়।

গত বৃহস্পতিবার ও শুক্রবার গভীর রাতে সুগন্ধা পয়েন্ট-কেন্দ্রিক একটি চক্র এসব দোকান নির্মাণ করেছিল বলে অভিযোগ পেয়ে অভিযান চালানো হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সাইফুল ইসলাম জয়। তবে কোনো দখলবাজকে আটক করা হয়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয় বলেন, প্রশাসনের অগোচরে কিছু ব্যক্তি বালিয়াড়ি দখল করে অবৈধভাবে দোকানপাট করার চেষ্টা করেছিল। পরে অভিযোগ পেয়ে নির্মাণাধীন মার্কেট উচ্ছেদ করা হয়। এতে দখলবাজ প্রকৃতির কিছু প্রভাবশালী লোক জড়িত বলে খবর পেয়েছি।

Coxs-Bazar-2

স্থানীয় সূত্র জানায়, সরকারি দলের নাম ব্যবহার করে বিএনপি-জামায়াতসহ নানা দলের অনুসারী দখলবাজ সপ্তাহখানেক ধরে সৈকতের বালিয়াড়িতে মার্কেট নির্মাণ করে আসছিল। দোকান বরাদ্দ দেয়ার কথা বলে অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সিন্ডিকেটটি। সুগন্ধা পয়েন্টের দুই পাশে অর্ধশতাধিক মার্কেট নির্মাণাধীন হলেও উত্তর পাশে ২৮টির মতো দোকান উচ্ছেদ করা হয় শনিবার।

কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) মো. কামাল হোসেন বলেন, বালিয়াড়িতে কোনো স্থাপনা নির্মাণের সুযোগ নেই। দখলদার যেই হোক তাদের প্রতিহত করা হবে। সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। প্রশাসনের কেউ অনৈতিক সুবিধা নিয়েছে প্রমাণ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

সায়ীদ আলমগীর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।