অ্যাম্বুলেন্সের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ২৫ জুন ২০১৯
প্রতীকী ছবি

সাতক্ষীরায় অ্যাম্বুলেন্সের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এসময় অ্যাম্বুলেন্স চালক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন ত্রিশমাইল নামক এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া এলাকার আবুল হোসেনের ছেলে কামরুজ্জামান এবং লস্করপাড়ার ইনতাজ আলীর ছেলে আব্দুস সালাম। তারা দুইজনই কাটিয়াস্থ স্টার ক্যাবল নেটওয়ার্কের কর্মচারী ছিলেন।

আহত অ্যাম্বুলেন্স চালকের নাম হযরত আলী। তিনি তালা উপজেলার ভায়ড়া গ্রামের বাসিন্দা।

স্টার ক্যাবল নেটওয়ার্কের মালিক মোশাররফ হোসেন জানান, কামরুজ্জামান ও আব্দুস সালাম ডিসের লাইন মেরামত করে তালা উপজেলা সদর থেকে মোটরসাইকেলযোগে সাতক্ষীরা শহরে ফিরছিলেন। পথে ত্রিশমাইল এলাকায় দ্রুতগামী একটি অ্যাম্বুলেন্স তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়ু।

পাটকেলঘাটা থানার অফিসার ইনটার্জ (ওসি) রেজাউল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আকরামুল ইসলাম/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।