যশোর সীমান্তে ৮ কোটি টাকার পণ্যসহ গ্রেফতার ২৩

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ৩০ জুন ২০১৯

যশোর সীমান্তে এক মাসে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় আট কোটি টাকার পণ্য উদ্ধার ও বিভিন্ন অপরাধে ২৩ জনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা বলেন, ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত যশোর ব্যাটালিয়নের সদস্যরা বিশেষ অভিযান এবং নিয়মিত তল্লাশি অভিযান চালিয়ে ৫৯১ বোতল ফেনসিডিল, ৩১৭ বোতল মদ, ২৩ পিস ইয়াবা ও ২৫ কেজি গাঁজা জব্দ করে। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত আটজনকে গ্রেফতার করা হয়। জব্দকৃত মাদকের মূল্য আট লাখ ১০ হাজার টাকা।

Benapole-BGB-Indian-Goods-Atok

এছাড়া চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ শাড়ি ও থ্রি-পিস, স্বর্ণের বার, স্যান্ডেল, গরু, চা-পাতা, ইমিটেশেন, কসমেটিকস এবং বিভিন্ন প্রকার অবৈধ মালামালসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়। জব্দকৃত মালামালের মূল্য সাত কোটি ৮২ লাখ ৬০ হাজার টাকা। চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চলমান আছে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে জানান বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা।

মো. জামাল হোসেন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।