কলেজছাত্রীর অশ্লীল ছবি বানিয়ে ফেসবুকে দিলো বিশ্ববিদ্যালয়ছাত্র

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:০৯ এএম, ১৬ জুলাই ২০১৯

বগুড়ায় কলেজছাত্রীর অশ্লীল ছবি বানিয়ে ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে ইমরান শেখ নামে ঢাকার শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার শহরের সাতমাথা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে অশ্লীল ছবি বানিয়ে ছড়িয়ে দেয়ার অভিযোগে ইমরানের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করেন ওই ছাত্রীর বাবা।

গ্রেফতার ইমরান শেখের বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলায়। তিনি ঢাকার শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বাবার চাকরিসূত্রে তারা বর্তমানে বগুড়ায় বসবাস করেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে বগুড়ার একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রীর সঙ্গে মুঠোফোনে পরিচয় হয় ইমরানের। মুঠোফোনে কথা বলতে বলতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে কথাবার্তা ভালো না লাগায় ইমরানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় ওই ছাত্রী। এতে ক্ষিপ্ত হন ইমরান। একই সঙ্গে ওই ছাত্রীকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান। পরে ইমরান ওই ছাত্রীর ছবি ফেসবুক থেকে সংগ্রহ করেন। এরপর সেই ছবি বিভিন্ন কৌশলে অশ্লীল বানিয়ে তোলেন। পরে আরেক নারীর নামে একটি ফেসবুক আইডি খুলে ইমরান সেই অশ্লীল ছবিগুলো ফেসবুকে ছড়িয়ে দেন। এক বান্ধবীর মাধ্যমে ওই ছাত্রী তাকে নিয়ে বানানো অশ্লীল ছবির কথা জানতে পারে। পরে পরিবারকে জানালে ওই ছাত্রীর বাবা ইমরানকে অভিযুক্ত করে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, আলামত হিসেবে ইমরানের পাঠানো অশ্লীল ছবির ২৮টি স্ক্রিনশট জব্দ করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।