শার্শায় ছয়টি তাজা হাতবোমা উদ্ধার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ০৯ আগস্ট ২০১৯

যশোরের শার্শা সীমান্ত থেকে ছয়টি তাজা হাতবোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। শুক্রবার দুপুরে শার্শার পাঁচভুলোট গ্রামের একটি বাড়ির রান্নাঘর থেকে হাতবোমাগুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, পাঁচভুলোট গ্রামের মেহেদি হাসান নামে এক ব্যক্তির রান্নাঘরে বেশ কয়েকটি হাতবোমা সংরক্ষিত আছে- এমন খবরের ভিত্তিতে দুপুরে বিজিবি সদস্যরা অভিযান চালায়। সেখান থেকে ছয়টি হাতবোমা উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যায় মেহেদি হাসান। অভিযুক্ত মেহেদি হাসান ওই গ্রামের খোরশেদ আলমের ছেলে।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ সোহেল আহম্মেদ বলেন, এ ঘটনায় শার্শা থানায় মামলার প্রস্তুতি চলছে। উদ্ধার হাতবোমাগুলো পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

জামাল হোসেন/এনডিএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।