শ্রীপুরে ট্রাকচাপায় প্রাণ গেল দোকানির

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০৮:০২ পিএম, ২৪ আগস্ট ২০১৯

গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় ছাত্তার (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্তারের বাড়ি বরিশালে। তিনি জৈনাবাজার এলাকায় ভাড়া থেকে একটি চায়ের দোকান চালাতেন। পাশাপাশি
রিকশাভ্যান চালিয়েও জীবিকা নির্বাহ করতেন।

SRiPUR-ROAD-ACCiDENT-(2)

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার বিকেলে মহাসড়কের জৈনাবাজার এলাকার শিশুতোষ বিদ্যানিকেতনের পাশের জামাল নার্সারি থেকে কিছু গাছের চারা ভ্যানে তুলছিলেন ছাত্তার। এ সময় ময়মনসিংহগামী বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

শিহাব খান/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।