ভৈরবে অস্ত্রসহ ১১ ছিনতাইকারী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভৈরব
প্রকাশিত: ১১:৪৪ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৯

কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার ভৈরব শহরের বিভিন্ন স্থানে দিনব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এ সময় ছিনতাইকারীদের কাছ থেকে চাকু, ছোরা, রামদা ও গিয়ার উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- বাজিতপুরের আরমান (১৯), ভৈরবপুর উত্তর পাড়া এলাকার আলী হোসেন (২০), একই এলাকার ইব্রাহিম (৩৫) , ঘোড়াকান্দার সবুজ (২৪), চাঁদপুরের সজীব (২৭), ভৈরব পৌর এলাকার আমলাপাড়ার শুভ (২২), ভৈরবের নিউটাউন এলাকার মো. আলম (৩০), পৌর এলাকার পুকুড়পাড় এলাকার আলমগীর (২২), ভৈরব বাজারের সবুর মিয়া (২৩), পৌর এলাকার জগনাথপুরের মো. মামুন (৩০) ও উপজেলার জামালপুর এলাকার জোনায়েত (২৭)।

গ্রেফতারের পর ছিনতাইকারী গ্যাং লিডার আরমান ও আলী হোসেন পুলিশের কাছে একাধিক ছিনতাইয়ের কথা স্বীকার করেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান জানান, শহরে ইদানিং চুরি ছিনতাই বেড়ে যাওয়ায় প্রতিদিন বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। এরই অংশ হিসেবে আজ দিনের বেলা শহরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ছিনতাকারীদের গ্যাং লিডার আরমানকে গ্রেফতারের পর তার জবানবন্দি অনুযায়ী বাকি ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে ভৈরব থানায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে।

আসাদুজ্জামান ফারুক/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।