স্ত্রীকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে প্রাণ গেল যুবদল নেতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০২:৩৩ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৯

কিশোরগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় কটিয়াদী উপজেলা যুবদলের সভাপতি হাবিবুর রহমান রাসেল (৩৮) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী সৌরভী আক্তার। শনিবার সকাল সোয়া ৯টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে কটিয়াদী উপজেলার বানিয়াগ্রাম বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল কটিয়াদী পৌরসভার ভোগপাড়া মহল্লার মো. আবদুল গফুরের ছেলে। তিনি কটিয়াদী সাবরেজিস্ট্রার কার্যালয়ে দলিল লেখক হিসেবে নিয়োজিত ছিলেন। তার স্ত্রী আহত সুরভী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম জানান, হাবিবুর রহমান সকালে কিশোরগঞ্জ জেলা সদরের বাসা হতে তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে উপজেলার ঘাগৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তারা দুইজনই আহত হন। তাদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে রাসেল মারা যান। তার স্ত্রী সৌরভী আক্তারকে গুরুতর অবস্থায় বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পড়ুন-সড়ক দুর্ঘটনার আরও খবর

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।