নোয়াখালীতে হাজতির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখাাালী
প্রকাশিত: ১০:৫৯ এএম, ০৫ অক্টোবর ২০১৯

নোয়াখালীতে আদনান চৌধুরী দুর্জয় (৩৭) নামে জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে হাজতি আদনান চৌধুরী দুর্জয় বুকে ব্যাথা অনুভব করলে তাকে ৯টা ২৫ মিনিটের সময় কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে তাকে রাত ১টার দিকে নোয়াখালী সদর হাসপাতালে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আদনান চৌধুরী দুর্জয় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তিনি বেগমগঞ্জ কৃষ্ণপুর গ্রামের একরামুল হকের ছেলে। মাদক মামলায় তার এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাস জেল হয়।

এ বিষয়ে নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার মনির হোসেন বলেন, দুর্জয় বুকে ব্যাথা অনুভব করলে আমরা তাকে আমাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেই। পরে অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মিজানুর রহমাান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।