নোয়াখালীতে বজ্রপাতে প্রাণ গেল দুই রাখালের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ০৯ অক্টোবর ২০১৯
ফাইল ছবি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতে দুই রাখালের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নে বড়দৈইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বড়দৈইল গ্রামের কামাল উদ্দিনের ছেলে মো. কামরুল ইসলাম (৪০) ও একই গ্রামের জয়নাল আবদীনের ছেলে মো. আবুল কালাম (৫০)। তারা একে অপরের প্রতিবেশী।

স্থানীয়রা জানান, কামরুল ও কালাম প্রতিদিনের মতো সকালে বিলের মধ্যে গরুর খাদ্য সংগ্রহ করতে যান। বেলা ১১টার দিকে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) আবুল খায়ের বলেন, বজ্রপাতে দুইজন মারা যাওয়ার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মিজানুর রহমান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।