বিলুপ্ত প্রায় ঐতিহ্যবাহী লাঠিখেলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৮:২০ পিএম, ০৮ নভেম্বর ২০১৯

হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। এ অবস্থায় বর্তমান প্রজন্মের কাছে পরিচিত করতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নে বিভিন্ন অঙ্গ ভঙ্গি, নৃত্য ও ঢোলের তালে অনুষ্ঠিত হয়েছে এই খেলা।

শুক্রবার বিকেলে ইউনিয়নের অলংকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় পার্থ, বকুল ও সিদ্দিকের আয়োজনে ঐতিহ্যবাহী এই লাঠিখেলা অনুষ্ঠিত হয়।

Lathi-Khela-2.jpg

এতে বিভিন্ন স্থান থেকে আসা ৮টি লাঠিয়াল দল অংশ নেন। গ্রাম বাংলার হারাতে বসা এ লাঠি খেলা দেখতে হাজার হাজার লোকের সমাগম ঘটে।

খেলায় লাঠিয়ালরা শত্রু পক্ষের আক্রমণ থেকে নিজেকে কীভাবে লাঠির সাহায্যে রক্ষা করা হয় তার কৌশল বিভিন্ন অঙ্গ-ভঙ্গি, নৃত্য ও ঢোলের তালে তালে উৎসুক জনগণের সামনে প্রদর্শন করেন।

Lathi-Khela-2.jpg

এতে বালিয়াকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, জঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কল্লোল কুমার বসুসহ অনেকে উপস্থিত ছিলেন।

খেলা শেষে বিজয়ী লাঠিয়াল দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

রুবেলুর রহমান/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।