দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় প্রাণ গেল চালকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৫৪ এএম, ০১ ডিসেম্বর ২০১৯

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় শহিদুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যারাত সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার লোহারদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম ভাঙ্গা পৌরসভার নওপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে। তিনি ট্রাক চালাতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বালু বহনকারী একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে সড়কে দাঁড়িয়ে ছিল। ত্রুটি সারাতে ট্রাকের নিচে চালক শহিদুল কাজ করা অবস্থায় পেছন দিক থেকে আসা একটি বাস ট্রাকটিকে জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, বাস ও ট্রাকটি থানায় নেয়া হয়েছে। ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক।

এ দিকে ট্রাকচালক নিহতের খবর তার এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী রাতে ভাঙ্গায় খুলনা-ঢাকা মহাসড়কে অবরোধ করেন। তারা বাসচালককে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।