রাইফেল ক্লাবের সেক্রেটারি ‘রাজাকারের সন্তান’ : মেয়র আইভী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৯
আলাউদ্দিন খান স্টেডিয়ামের ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মেয়র আইভী

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও রাইফেল ক্লাবের সেক্রেটারি খালেদ হায়দার খান কাজলের বাবা গোলাম রব্বানীকে ‘রাজাকার’ আখ্যা দিয়ে তার পদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে শহরের জিমখানায় আলাউদ্দিন খান স্টেডিয়ামে বিজয় দিবস উপলক্ষে সিটি কর্পোরেশনের আয়োজনে নাগরিক একাদশ বনাম সিটি কর্পোরেশন একাদশের প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, রাজাকারদের তালিকা প্রকাশ করেছে সরকার। এতে প্রায় ১১ হাজার রাজাজারের নাম রয়েছে। শুধু তাই নয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ‘আমরা রাজাকারের বংশধরদের কোথাও দেখতে চাই না।’ সেতুমন্ত্রীর সঙ্গে সুর মিলিয়ে আমিও আমি বলতে চাই, একজন স্বীকৃত রাজাকারের ছেলে কিভাবে নারায়ণগঞ্জে চেম্বার অব কমার্সের সভাপতি হয়। মুক্তিযুদ্ধের সময় রাজাকার গোলাম রব্বানী, তার ভাই চেঙ্গিস ও বাদল এখানে অনেক মানুষকে হত্যা করেছেন, লুটপাট করেছেন এবং পাকিস্তানিদের দোসর ছিলেন। এরপরও তার সন্তানরা কিভাবে সরকারি প্রতিষ্ঠান রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক হয়, চেম্বার অব কমার্সের সভাপতি হয়। যারা তাদের নেতা বানিয়েছেন তাদেরও বিচার করা উচিত।

মেয়র আইভী আরও বলেন, একজন নাগরিক চাইলে একটি দেশ, একটা সমাজ পরিবর্তন করতে পারেন। জনগণ যে ক্ষমতার উৎস তার প্রমাণ কিন্তু আমরা দেখেছি। আমি দু’দুবার জনগণের ভোটেই জয়লাভ করলাম। ঘুরেফিরে জনগণের শক্তি প্রমাণিত হল।

জনগণই আমার ক্ষমতার শক্তি উল্লেখ করে মেয়র আইভী বলেন, ২০১১ সালের নির্বাচনে যেভাবে আপনারা আমাকে সহায়তা করে জয়ী করেছেন। ঠিক সেভাবেই সামনের দিনগুলোতে আমাকে সহায়তা করে যাবেন আপনারা।

মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ও সাবেক কমান্ডার মোহাম্মদ আলীকে গর্জে ওঠার আহ্বান জানিয়ে মেয়র আইভী বলেন, আপনারা আসল মুক্তিযোদ্ধারা জেগে ওঠুন, রাজাকারদের বিদায় করুন।

এ সময় উপস্থিত ছিলেন- সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এএফএম এহতেশামুল হক, প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, মুক্তিযোদ্ধা আমিনুল হক, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর হাসান ও ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর কবির হোসেন প্রমুখ।

মো. শাহাদাত হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।