বিজয়ের আনন্দে মৌলভীবাজারে ঘোড়দৌড় প্রতিযোগিতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৫:১০ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৯

মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় উপভোগ করতে মৌলভীবাজার ও আশপাশের জেলা থেকে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে।

প্রতিযোগিতায় মৌলভীবাজার ও সিলেট অঞ্চল থেকে মোট ১১টি ঘোড়া অংশগ্রহণ করে। এতে সিলেটের ‘হৃদয় বাংলা’ ঘোড়াটি প্রথম স্থান ও মৌলভীবাজারের ‘দিলদেওয়ান’ নামের ঘোড়াটি ২য় স্থান অর্জন করে।

পরে বিজয়ী ঘোড়ার মালিকদের পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুনুর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান প্রমুখ।

রিপন দে/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।