বিয়ে করে বাড়ি ফেরা হলো না বরের, পালিয়ে গেল বরযাত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯
ফাইল ছবি

যশোরের বাঘারপাড়ায় বাল্যবিয়ের পর ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেল বরযাত্রীরা। পরে ভ্রাম্যমাণ আদালত ছয়জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। রোববার বিকেলে উপজেলার ইন্দ্রা বাজারে এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্তরা হলেন- বর বাঘারপাড়ার ইন্দ্রা গ্রামের মীর তরিকুল ইসলামের ছেলে আকবর আলীকে এক মাস, বরের ভগ্নিপতি আব্দুল্লাহ আল মামুনকে এক মাস, বোন জোহরা খাতুন, মনিরা খাতুন ও নানি আখিরোন নেছা এবং কনের দাদা ফুল মিয়া। তাদের সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজ।

স্থানীয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে উপজেলার শেখেরবাতান গ্রামের এক স্কুলছাত্রীর সঙ্গে আকবর আলীর বাল্যবিয়ে দেয়া হয়। বিয়ের পর বউ নিয়ে বরযাত্রী ফেরার পথে ইন্দ্রা বাজারে ভ্রাম্যমাণ আদালত তাদের গতিরোধ করেন। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বরযাত্রীরা পালিয়ে যায়। পরে ওই ছয়জনকে আটক করে কারাদণ্ড দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজ জানান, বাল্যবিয়ে দেয়ার কারণে ওই ছয়জনকে কারাদণ্ড দেয়া হয়েছে। যেহেতু অবৈধ এ বিয়ের কোনো রেজিস্ট্রেশন হয়নি এজন্য কনেকে তার দাদার (বাবার চাচা) হেফাজতে দেয়া হয়েছে।

একই সঙ্গে মেয়েটির বাবা-মাকে দেখা করতে বলা হয়েছে। তাদের বুঝিয়ে মেয়েটির লেখাপড়া অব্যাহত রাখা বা অন্য কোনো সহযোগিতার দরকার হলে উপজেলা প্রশাসন সম্ভব সব ধরনের সহায়তা করবে।

মিলন রহমান/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।