যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ২৯ জানুয়ারি ২০২০
প্রতীকী ছবি

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বুধবার সকালে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর এবং যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট এলাকায় ওই দুই দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন- যশোরের বাঘারপাড়া উপজেলার জয়নগর গ্রামের জবির মোল্লার ছেলে মহিউদ্দিন (৫০) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার ছোট সলুয়া গ্রামের মাহাতাব আলীর ছেলে শাহাবুর মিয়া (৪৫)।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নাইট ডিউটি শেষে নৈশপ্রহরী মহিউদ্দিন যশোর শহরের নিউমার্কেট থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। বাহাদুরপুর গ্রামের মান্দারতলা এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান পেছন থেকে তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়।

এদিকে চুয়াডাঙ্গার ব্যবসায়ী শাহাবুর মিয়া একটি পিকআপ ভ্যানে রাজারহাট থেকে যশোর শহরের দিকে যাচ্ছিলেন। যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাড়িকে ধাক্কা দিলে শাহাবুর মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মিলন রহমান/এমএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।